Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টিআইবির প্রতিবেদন তথ্যভিত্তিক নয় : ওবায়দুল কাদের




আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি জাতীয় সংসদ পর্যবেক্ষণ ভিত্তিক যে প্রতিবেদন দিয়েছে তা তথ্যভিত্তিক নয়। সংসদ সদস্যরা জনগণের আস্থা ও সমর্থন নিয়ে জাতীয় সংসদে এসেছেন। তাঁরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। এটা অপরাধ নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গতকাল ৩০ সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ৬১ শতাংশ সদস্য ব্যবসায়ী। সংসদ সদস্যদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ রাজনীতিবিদ। অবশিষ্ট সংসদ সদস্যদের মধ্যে আইনজীবী ১৩ শতাংশ এবং অন্যান্য পেশার পেশার ২১ শতাংশ সদস্য রয়েছেন। এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ সদস্যদের মধ্যে কেউ আইনজীবী, কেউ চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তাঁরা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। এটা তো অপরাধ নয়।’ অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদে বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। বিরোধী দলের সদস্য সংখ্যা কম হওয়ার দায় জাতীয় সংসদের নয়। জনগণ বিরোধী দলের সদস্যদের বিজয়ী করেনি। এটার দায় সংসদের নয়।’ উপনির্বাচন নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ করা বিএনপির চিরাচরিত অভ্যাস। বিএনপি নেতারা জনগণের কাছে না গিয়ে শুধু অভিযোগ করে। আমরা চাই, বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক।‘






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply