নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জুরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৃতরা হলো, কেন্দুয়ার উপজেলার জুরাইল গ্রামের পাভেল মিয়ার শিশু কন্যা মরিয়ম (৫) এবং প্রতিবেশী সুজন মিয়ার কন্যা তানিছা আক্তার (৩)। তারা দুজন এক সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। এসময় তানিছা হঠাৎ পানিতে পড়ে গেলে মরিয়ম তাকে ধরতে গিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন অনেকক্ষণ শিশুদের না দেখে খোঁজ নিতে গেলে বাড়ির সামনে হাদিস মিয়ার পুকুরে ডুবে যাওয়া শিশুদের পায়।
পরে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা হাবিবুল্লা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag: Zilla News

No comments: