Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » একসঙ্গে পদত্যাগ করলেন সাউথ আফ্রিকান বোর্ডের সব সদস্য




সাউথ আফ্রিকান ক্রিকেটে (সিএসএ) এখন ঘোর অমাবস্যা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের সবশেষ ১০ সদস্য। রবিবার এক জরুরী সভার পর সোমবার সকালে পদত্যাগের বিষয়টি টুইটারে জানিয়ে দেওয়া হয়। রবিবারের সভার পর ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস, স্বতন্ত্র সদস্য ডেভেন ধারমালিনগাম ও চারজন অ-স্বতন্ত্র সদস্য বোর্ড থেকে পদত্যাগ করেন। সোমবার অ-স্বতন্ত্র পরিচালক ঝোলা থামায়ি ও তিন স্বতন্ত্র পরিচালক ইউজিন কুলা-আমেয়ি, মারিয়াস স্কোম্যান ও ভুয়োকাজি মেমানি-সেডিলে পদত্যাগপত্র জমা দিলে পরিচালক শূন্য হয়ে পড়েছে সিএসএ। বিজ্ঞাপন বিজ্ঞাপন ‘সকল সদস্যদের সভার পর সিদ্ধান্ত হয়েছে সব বোর্ড সদস্য পদত্যাগ করবেন। তারা সেটাই করেছেন। সকল স্বতন্ত্র এবং অ-স্বতন্ত্র বোর্ড সদস্য পদত্যাগ করেছেন’, টুইটারে পদত্যাগের বিষয়টি এভাবেই নিশ্চিত করেছে সিএসএ। বিজ্ঞাপন সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এন্ড অলিম্পিক কমিটির (এসএএসসিওসি) নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে মেম্বার্স কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি সিএসএ। পরে এসএএসসিওসি বিষয়টি ক্রীড়ামন্ত্রী নাথি এমথেওয়াতার হাতে ছেড়ে দেয়। নাথি এমথেওয়াতা জানান মঙ্গলবার পর্যন্ত সিএসএ’র কোনো কার্যক্রমে তিনি হস্তক্ষেপ করবেন না। একইসঙ্গে আইসিসিকেও নিশ্চিত করেছেন তিনি যে ক্রিকেট সাউথ আফ্রিকাতে চলতি অস্থির অবস্থাকে দূর করে স্থিতিশীলতা আনবেন। এখন মঙ্গলবারের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে হবে নাথি এমথেওয়াতাকে। সেই কমিটিতে একজন সাবেক ক্রিকেটারের থাকার কথা আছে। অন্তর্বর্তীকালীন কমিটি থাকায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে না সাউথ আফ্রিকাকে। আগামী নভেম্বরে সময়মতো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা-বলের আন্তর্জাতিক ম্যাচ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply