মেসির গোলে জয় দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই শুরু
কষ্টার্জিত জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করলো আর্জেন্টিনা। পেনাল্টিতে মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
ফুটবলের রাজপুত্রের ফেরা আন্তর্জাতিক ফুটবলে, তাও বছরখানেক পর। ফেরাটা খুবই সাদামাটা, তবে স্বস্তির আর জয়ের। আরেকটু স্পষ্ট করে বললে লিওলেন মেসির একমাত্র গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই অভিযান শুরু।
শুরুটা কিছুটা ছন্দহীন, দীর্ঘ বিরতির প্রভাব স্পষ্ট। তবে এসব বুঝে ওঠার আগেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। কোন ভুল করেননি এলএমটেন।
ইকুয়েডরের ম্যাচে ফেরার চেষ্টাগুলো ব্যর্থতার মোড়েক বন্দী। গোলবারে নেই একটিও শট।
পরের পরীক্ষাটা লাপাজে বলিভিয়ার বিপক্ষে। তিন বছর আগে শেষ ম্যাচে যেখানে ২-০ গোলে হেরেছিলো দু'বারের বিশ্বকাপ জয়ীরা।
Tag: Advertisement games

No comments: