Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নওয়াজ শরিফ ও তার মেয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা




নওয়াজ শরিফ ও তার মেয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। সোমবার (৫ অক্টোবর) লাহোরের একটি পুলিশ স্টেশনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ৪৪ নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় এই মামলা করা হয়েছে। এক বছরেরও বেশি সময় পর গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে বক্তব্য রাখেন নওয়াজ শরীফ। লন্ডন থেকে ভিডিও লিংকে যুক্ত হয়ে সেনাবাহিনীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ আমাদের লড়াই তাদের বিরুদ্ধে যারা ইমরান খানকে ক্ষমতায় বসিয়েছে আর যারা তার মতো এক অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে নির্বাচনে জালিয়াতি করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে।’ সোমবার পিএমএল-এন নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ বলেছে, ‘দণ্ডিত ব্যক্তি নওয়াজ শরীফ লন্ডন থেকে বক্তব্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করতে চেয়েছেন এবং সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দিয়েছেন।’ শরিফের বিরুদ্ধে দায়ের করা মামলায় পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে ঘোষণা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরীফ। তার আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে পাকিস্তানে ফিরতে আট সপ্তাহ সময় দেয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ফিরতে ব্যর্থ হন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply