Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোবিহীন য়্যুভেন্তাসের প্রতিপক্ষ কিয়েভ




রোনালদোবিহীন য়্যুভেন্তাসের প্রতিপক্ষ কিয়েভ

শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের জমজমাট লড়াই। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। প্রতিপক্ষ ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে। একই সময় আরেক ম্যাচে লড়বে জেনিত সেন্ট পিটার্সবার্গ ও ক্লাব ব্রুগা। অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নতুন মৌসুমের জমজমাট লড়াই। কদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো। সে রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই। করোনার কারণে গেল মৌসুমে রং হারালেও, বায়ার্ন মিউনিখের শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে শেষ হয় আসর। আবারও পথচলা শুরু নতুন মৌসুমের। জি গ্রুপে প্রথম ম্যাচেই মাঠে নামবে ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস। শুরুতেই ওল্ড লেডিদের প্রতিপক্ষ ইয়ুক্রেনের ফুটবল লিগের বর্তমান রানার্সআপ ডায়নামো কিয়েভ। মাত্রই লিগে ক্রোতোনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে য়্যুভেন্তাসকে। আলভারো মোরাতা ছাড়া পুরো ম্যাচে নিষ্প্রাণ ছিলেন দলের তারকা ফুটবলাররা। লাল কার্ড দেখেন তরুণ ফরোয়ার্ড চিয়েসা। সব মিলিয়ে দুঃসহ একটা ম্যাচ খেলে প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছে য়্যুভেন্তাস। লিগে দুই জয় আর দুই ড্র'য়ে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পিরলো শিষ্যরা। বাজে সময় পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ছন্দে ফিরতে চায় তারা। য়্যুভেন্তাস কোচ আন্দ্রে পিরলো বলেন, 'লিগে এখনও সেরা ছন্দে ফিরতে পারিনি আমরা। চ্যাম্পিয়ন্স লিগও সেভাবে শুরু হোক তা চাই না। ক্রোতোনের বিপক্ষে ম্যাচে আমরা মোটেও ভালো খেলতে পারিনি। ডায়নামো কিয়েভের সঙ্গে ভুল শুধরে ভালো খেলতে হবে। কাজটা সহজ হবে না। কারণ ইউক্রেনের লিগে ওরা দুর্দান্ত ফর্মে আছে। চ্যালেঞ্জটা নিতেই হবে। জয় দিয়ে মিশন শুরু করতে চাই আমরা।' ম্যাচটা আরও একটা কারণে ঠাঁই করে নিয়েছে সবার আলোচনার কেন্দ্রে। ১৯৯৫ সালে ১৬ বছর বয়সে সিরিআ'য় ব্রেসিয়ার হয়ে অভিষেক হয়েছিল পিরলোর। সে সময় ক্লাবটির কোচ ছিলেন ডায়নামো কিয়েভের বর্তমান কোচ লুসেস্কু। তাই গুরু-শিষ্যের কৌশলগত লড়াইয়ের দিকে ও দৃষ্টি থাকবে সবার। করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ারেন্টিনে আছেন ম্যাককিনও। বিশ্রামে বুফন। দিবালা, মোরাতা ও কিয়েল্লিনিরা মুখিয়ে আছেন সব প্রতিবন্ধকতা জয় করে সামনে থেকে নেতৃত্ব দিতে। প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ ইউক্রেনের লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। দু'দলের এর আগে দেখা হয়েছে মাত্র দুটি ম্যাচে। দু'বারই ওল্ড লেডিদের কাছে হেরেছে কিয়েভ। তাই তৃতীয়বারের দেখায় নিজেদের মাঠে হারের শোধ নিতে চায় ডায়নামো কিয়েভ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply