করোনা আক্রান্ত জার্মান স্ট্রাইকার গ্যানাব্রি
করোনায় আক্রান্ত হয়েছেন জার্মান স্ট্রাইকার সার্জ গ্যানাব্রি। এ খবর নিশ্চিত করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ।
মহামারি করোনার ছোবলে দিশেহারা ক্রীড়াঙ্গন। কোনোভাবেই এর ছোবল থেকে নিস্তার পাচ্ছেন না ফুটবলাররাও। নেইমার, ডি মারিয়া, দিবালারা, রোনালদোসহ আরও অনেক ফুটবল তারকা করোনায় আক্রান্ত হন। এবার এই ভাইরাসে পজিটিভ হলেন বায়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকার গ্যানাব্রি। এর কারণে আজ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এই ২৫ বছর বয়সী ফুটবলার।
এদিকে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। গ্যানাব্রির সংস্পর্শে আসা সবার করোনা পরীক্ষা করা হয়েছে। কারও ফলাফলই পজিটিভ আসেনি।
DMCA.com Protection Status
Tag: Advertisement games

No comments: