Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বার্সেলোনার প্রতিপক্ষ আলাভেস, পিএসজির সামনে নন্তে




র্সেলোনার প্রতিপক্ষ আলাভেস, পিএসজির সামনে নন্তে

লা লিগায় রাতে আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। আলাভেসের মাঠে দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নন্তের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই। চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে য়্যুভেন্তাসের বিপক্ষে দারুণ জয় পায় বার্সেলোনা। তাই ফুরফুরে মেজাজেই থাকার কথা ছিলো মেসিদের। কিন্তু তাদের কপালে দুশ্চিন্তা লা লিগায় টনা দুই ম্যাচে হার। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর মিশন আজ তাদের আলাভেসের বিপক্ষে। দু'দলেই বড় কোন ইনজুরির সমস্যা নেই। তবে বার্সার স্কোয়াডে থাকার সম্ভাবনা নেই টের স্টেগেন, স্যামুয়েল উমতিতি, ম্যাথিউস ফার্নান্দেস, রিকি পুজের। বাকিদের নিয়ে কোচের ফরমেশন হতে পারে ৪-২-৩-১। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে আছে বার্সেলোনা। অন্যদিকে সাত ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে আলাভেস। পরিসংখ্যানের দিক দিয়ে বার্সা এগিয়ে থাকলেও শেষ দুই ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছেন বার্সা বস রোনাল্ড কোম্যান। বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, 'বার্সেলোনা মাঠে কি হবে তা বলা যায় না। আমাদের লক্ষ্য যে কোন মূল্যে ম্যাচ জেতা। পয়েন্ট টেবিলে আমরা ভালো অবস্থানে নেই। তাই পয়েন্ট পাওয়ার জন্য ম্যাচ জিততেই হবে।' এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই ও নন্তে। এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু' দল ২৩ বার নেমেছিল মাঠের লড়াইয়ে। যেখানে পিএসজি জয়ের দেখা পেয়েছে ২০ বার। তাই পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে থমাস টাচেলের দল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আর ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে আছে ন'তে। এই ম্যাচে, পিএসজির সম্ভাব্য ফরমেশন হতে পারে ৪-৩-৩ এবং নন্তের ফরমেশন হতে পারে ৪-২-৩-১।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply