রোহিঙ্গা পুনর্বাসনে চীনের সহযোগিতা চাইবে ঢাকা
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। দেশটির নির্বাচনের পর আলোচনার টেবিলে বসার জন্য নেপিদোকে চাপ দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ জন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।
নভেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো অস্থির মিয়ানমার। স্থানীয়রা অভিযোগ করেন, রাখাইন ও এর আশপাশের বেশ কয়েকটি গ্রামে আবারো সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী।
বিশ্লেষকরা জানান, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির পরিবর্তে পরিস্থিতি আরো ঘোলাটে করছে মিয়ানমার। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বছরে বাংলাদেশ-মিয়ানমার দুটি বৈঠক হওয়া কথা। কিন্তু গত তিন বছরে হয়েছে চারটি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আলোচনায় বসতে এখন নির্বাচনের অজুহাত দেখাচ্ছে নেপিদো।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু হওয়ার পরে অন্তত ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে, অসংখ্য নারী নির্যাতিত হয়েছে এবং এক লাখেরও বেশি ঘর ধ্বংস করা হয়েছে।
Tag: Advertisement Featured
No comments: