Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কানাডা: করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় ‘রিকভারি বেনিফিটের‘ আবেদন শুরু




মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত চাকুরীজীবী এবং স্বনিয়োজিত ব্যবসায়ীদের জন্য ‘কানাডা রিকভারি বেনিফিটের’ (সিআরবি) আবদেনপত্র গ্রহণ শুরু হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব মন্ত্রী ডায়ান লেবোথিলিয়ার সিআরবির জন্য আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া উদ্বোধন করেন। কোভিড-১৯ এর ফলে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আয়ের সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করে তাদের সহায়তা অব্যাহত রাখতে কানাডা সরকার রাজস্ব সংস্থা (সিআরএ) প্রদান করে নতুন তিনটি সুবিধা চালু করেছে, তা হচ্ছে- কানাডা রিকভারি বেনিফিট (সিআরবি), কানাডা রিকভারি অসুস্থতা বেনিফিট (সিআরএসবি), এবং কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিট (সিআরসিবি)। সিআরএসবি এবং সিআরসিবি-র জন্য আবেদনগুলি ৫ অক্টোবর খোলা হয়েছে। কানাডা রেভিনিউ এজেন্সির(সিআরএ) ‘মাই একাউন্টের’ মাধ্যমে ফেডারেল সরকারের নতুন এই আর্থিক সুবিধার জন্য আবেদন করা যাবে। করোনার কারণে চাকুরী হারিয়েছেন বা আয় কমে গেছে অথচ এমপ্লয়মেন্ট ইন্সুরেন্সের (ইআই) সুবিধা নেই কেবল তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রতি আবেদনকারী সপ্তাহে ৫০০ ডলার করে আর্থিক সুবিধা পাবেন। এই সুবিধা করযোগ্য এবং উৎসেই কর কেটে রাখা হবে। সিআরএ’র মাই একাউন্টের মাধ্যমে প্রতি দুই সপ্তাহ পর পর এই সুবিধার জন্য আবেদন করতে হবে। প্রতিবার আবেদনের সময় এই সুবিধার জন্য যোগ্য কিনা তা নিশ্চিত করতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply