আদালতের দ্বারস্থ হলেন রজনীকান্ত
চেন্নাইয়ের কোদামবাক্কামে একটি ম্যারিজ হল রয়েছে এই অভিনেতার বলে জানা গেছে। সম্প্রতি, রাঘবেন্দ্র নামের এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের হিসাবে সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন (জিসিসি)।
কিন্তু রজনীকান্ত এই কর মওকুফ চান। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি।
এতে তিনি উল্লেখ করে বলেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারির কারণে এই ম্যারিজ হল খালি ছিল। তাই কোন আয় হয়নি তার।
‘দরবার’ সিনেমাখ্যাত এই অভিনেতা পিটিশনে আরও উল্লেখ করে বলেন, লকডাউনে সরকারের সকল নিয়ম মেনে চলেছেন তিনি। এছাড়াও রাঘবেন্দ্র ম্যারিজ হলের কর তিনি নিয়মিতই পরিশোধ করতেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। যার ফলে তার পক্ষে এই কর দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে, রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।
রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু করবেন। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস
Tag: Entertainment
No comments: