Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফ্রান্সে কে এই হামলাকারী? হামলার সময় সে কী বলেছিল?




ফ্রান্সে কে এই হামলাকারী? হামলার সময় সে কী বলেছিল?

ফ্রান্সের গির্জায় ছুরি হামলায় প্রধান সন্দেহভাজন হামলাকারীর নাম ব্রাহিম আউইসাউই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, অভিযুক্ত ব্রাহিম ২১ বছরের একজন যুবক যিনি তিউনিশিয়া থেকে ফ্রান্সে এসেছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফ্রান্সের রেড ক্রসের কাগজপত্র। তার কাছ থেকে রেড ক্রসের যে কাগজ উদ্ধার করা হয়েছে, তা গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পর তাকে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। নিস শহরের নটর ডেম গির্জায় বৃহস্পতিবারের হামলার শিকার একজনকে শিরশ্ছেদ করা হয়েছে। ওই নারীসহ ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই হামলাকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। নিস হামলার সন্দেহভাজনকে পুলিশ গুলি করার আগে সে বারবার ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল বলে জানা গেছে। বর্তমানে, সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। হামলাকারীর কাছ থেকে একটি কোরান, দুটি টেলিফোন এবং একটি ১২ ইঞ্চি ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধান সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যঁ-ফ্রাসোয়া রিকার্ড। তিনি আরো বলেন, আমরা হামলাকারীর একটি ব্যাগও পেয়েছি। এই ব্যাগের পাশে দুটি ছুরি ছিল, যা আক্রমণে ব্যবহৃত হয়নি। আরও পড়ুন- ফ্রান্সে মোহাম্মদ (সা.)-এর কার্টুন নিয়ে যা বললেন আজহারী এদিকে ফ্রান্সের রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের। শুরুটা বির্তকিত রম্য ম্যাগাজিন শার্লি এবদো’র মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে। সেই আগুনে ঘি ঢেলে বিতর্ক উসকে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের জেরে বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কটের পাশাপাশি বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার মস্কোয় ফরাসি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েকশ' মানুষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply