মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা জাতীয় মহিলা সংস্থার বামন পাড়াস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন। আলাচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুল ধরেন।পরে সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: