Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ড্র করেও শীর্ষে বায়ার্ন




পয়েন্ট খোয়ালও বায়ার্ন মিউনিখ। ওয়েরডের ব্রেমেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাভারিয়ানরা। তারপরও ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে সিরিআ'য় ক্রোতোনেকে ২-০ গোলে হারিয়েছে লাৎসিও। উড়তে থাকা বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে তুলে নিয়েছে একের পর এক জয়। শেষ ৪ ম্যাচেই জয়ের মুখ দেখেছে তারা। জার্মান জায়ান্টদের থামায় এমন সাধ্য কার। এবার ঝুলিতে আরও একটি জয় তুলে নিতে বায়ার্ন মুখোমুখি হয় ওয়েরডের ব্রেমেনের। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বায়ার্ন। একের পর এক আক্রমণ চালায় ওয়েরডের ব্রেমেন শিবিরে। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরাই। প্রথমার্ধে লিড নেয়ার বেশকিছু সুযোগ আসে বাভারিয়ানদের সামনে। কিন্তু প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ আর ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে সেগুলো আর গোলে রূপ নেয়নি। উল্টো ম্যাচের ৪৫ মিনিটে এগিয়ে যায় ওয়েরডের ব্রেমেন। সার্জেন্টের অ্যাসিস্টে এজেসটেইন গোল করেন অতিথিদের হয়ে। পিছিয়ে থাকা বায়ার্ন বিরতির পর ফিরে কিছুটা নড়েচড়ে ওঠে। চেষ্টা করে খোলস ছেড়ে বেরিয়ে আসার। ফলাফল পায় ম্যাচের ৬২ মিনিটে। গোরেৎজকার বাড়ানো বলে গোল দিয়ে বায়ার্নের হয়ে সমতা ফেরান কোম্যান। পরের সময়টুকু ব্যবধান গড়ার অনেক চেষ্টা করেও তেমন সুবিধা করতে পারেনি বাভারিয়ান শিবির। উল্টো প্রতিপক্ষের চাপে নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিতে হয় তাদের। ফলে আর কোনও গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। ড্র করেও টেবিলের শীর্ষেই অবস্থান করছে বায়ার্ন। এদিকে ইতালিয়ান সিরিআ'য় পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ক্রোতোনের মুখোমুখি হয় লাৎসিও। যেখানে ম্যাচের শুরু থেকেই আধিপত্য থাকে তাদের। ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় লাৎসিও। পারোলোর অ্যাসিস্টে স্কোরখাতায় নাম তোলেন ইমোবিল। প্রথমার্ধ্বে আর কোন গোলের দেখা পায়নি কেউই। তবে দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮ মিনিটে কোরিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে লাৎসিও। শেষপর্যন্ত স্কোর একই থাকায় জয় নিয়ে ঘরে ফেরে সিমোন ইনজাঘির দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply