আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, তিনি কোনো একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। তবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো ধরনের উপসর্গ নেই।
টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এমন একজনের সংস্পর্শে এসেছি আমি। তবে আমি ঠিক আছি, শরীরে কোনো উপসর্গও নেই। কিন্তু সামনের কিছুদিন আইসোলেশনে থাকবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানবো এবং বাড়ি থেকেই কাজ করবো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মহামারি মোকাবেলায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টায় সামনের সারিতে রয়েছেন টেড্রস।
বিজ্ঞাপন
গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পরার পরে বিশ্বজুড়ে এই ভাইরাসে ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।
টুইটারে টেড্রস লিখেছেন, আমাদের সকলের স্বাস্থ্যের দিকনির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খলাগুলি ভেঙে ফেলতে পারবো, ভাইরাসটি দমন করতে এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে পারবো।
Tag: English News lid news world
No comments: