Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তাঁরাই জেতার দৌড়ে, ট্রাম্পকে পিছনে ফেলে জয়ের কাছে এসে ঘোষণা বাইডেনের




Joe Biden সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বাইডেনের ঘোষণা, তাঁরাই জিতছেন। ছবি: রয়টার্স এবং এএফপি। আমেরিকার প্রেসিডেন্ট পদের আরও কাছে পৌঁছলেন ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেন। সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বাইডেনের ঘোষণা, তাঁরাই এই দৌড়ে জিতছেন। আমেরিকাবাসীদের উদ্দেশেও সেই বার্তা দিয়েছেন বাইডেন। জয়ীর মতোই ভারতীয় সময় শনিবার সকালে তিনি বলেছেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।’’ যে ৪টি রাজ্যের ইলেক্টোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের কুর্সি দখলে আনতে পারবেন বাইডেন, তার মধ্যে পেনসিলভেনিয়ায় ২৮ হাজার ভোটে প্রতিদ্বন্দ্বী তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি। ওই রাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। পেনসিলভেনিয়া দখলে এলেই প্রেসিডেন্ট পদের জন্য ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁতে পারবেন বাইডেন। শুধুমাত্র পেনসিলভেনিয়া নয়, জর্জিয়াতেও ট্রাম্পের থেকে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বাইডেন। অন্যদিকে, অ্যারিজোনা এবং নেভাদায় ‘লিড’ দ্বিগুণ করেছেন তিনি। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৫৩টি ইলেক্টোরাল ভোট পেয়ে গিয়েছেন বাইডেন। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। বস্তুত, জর্জিয়ায়১৬টি, অ্যারিজোনায়১১টি এবং নেভাদায় ৬টি ইলেক্টোরাল ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমেরিকাবাসী। ওই রাজ্যের জয়েই ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আরও পড়ুন: আমেরিকায় গণনায় কেন দেরি বুঝতে পুরোটা জানা জরুরি আমেরিকার প্রেসিডেন্ট পদে বাইডেনের জয় নিয়ে নিশ্চিত তাঁর সমর্থকরাও। পেনসিলভেনিয়ার কনভেনশন সেন্টারের বাইরে ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই জয়ের আনন্দে মেতেছেন। অনেকেই মুখে শোনা গিয়েছে, ‘‘মানুষ তাঁদের মনে কথা বলেছেন।’’ পেনসিলভেনিয়ার তুলনায় জর্জিয়ায় শুক্রবার সন্ধ্যায় রিপাবলিকানদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন ডেমোক্র্যাটরা। সংখ্যার বিচারে ৪ হাজারের বেশি ভোটে বাই়ডেন এগিয়ে থাকলেও সেই ব্যবধান কমতে পারে বলে মনে করছেন অনেকে। ওই রাজ্যের আধিকারিকেরা জর্জিয়াতে ফের গণনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। জর্জিয়ার সাফল্যের কথাও এদিন বাইডেনের মুখে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘‘২৪ ঘণ্টা আগেও আমরা জর্জিয়াতে পিছিয়েছিলাম। এখন আমরাই এগিয়ে। ওখানেও আমরাই জিতব।’’ আরও পড়ুন: নিকি নীরব কেন, কটাক্ষ ট্রাম্প-পুত্রের Keep the faith, guys. We’re gonna win this. — Joe Biden (@JoeBiden) November 4, 2020 অ্যারিজোনাতেও লিড বজায় রয়েছে বাইডেনের। ওই রাজ্যের ফিনিক্স এবং শহরতলি থেকে হাজার হাজার ব্যালট জমা পড়েছে ভোটগণনা কেন্দ্রে। অন্যদিকে, নেভাদায় নিজের লিড ট্রাম্পের থেকে দ্বিগুণ করে ফেলেছেন বাইডেন। প্রায় ২২ হাজার ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ৪ রাজ্যের সাম্প্রতিক ফলাফলের গতিপ্রকৃতি দেখে বাইডেনের মন্তব্য, ‘‘আমরা অ্যারিজোনাতে জিতছি। নেভাদাতেও জিতছি। সেখানে লিড দ্বিগুণ হয়েছে।’’ শুধুমাত্র ওই ৪ রাজ্যই নয়, বাইডেনের সদর্প ঘোষণা, ‘‘আমরা ৩০০-রও বেশি ইলেক্টোরাল কলেজের ভোট জয় করার পথে।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply