করোনা ভাইরাসে মেহেরপুরে আরো ১ টি পজিটিভ রিপোর্ট এসেছে। শুক্রবার রাতে করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১৬ জনের রিপোর্ট এসেছে যার ১ টি পজিটিভ রিপোর্ট এসেছে। পজিটিভ টির মধ্যে মেহেরপুর মুজিবনগর উপজেলার ১টি । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় । মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১ টি পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে মেহেরপুর জেলায় ৪ হাজার ৮ শ ৮৬ জনের মধ্যে বর্তমানে ১৮ টি পজেটিভ। ৬২২ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৬ জন
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: