মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া থেকে মোছাঃ সামেনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী হারিয়ে গেছে। নিখোঁজ সামেনা খাতুন আমঝুপি উত্তরপাড়ার মোঃ ইদ্রিস আলীর স্ত্রী ও সাংবাদিক সহিদুল ইসলামের চাচী। গত ৫ ডিসেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানাযায়, সামেনা খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে হারিয়ে গেছে। মাঝে-মধ্যে সে আশপাশে চলে গেলেও ফিরে আসে। কিন্তু গত ৫ ডিসেম্বর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সামেনা খাতুন মানসিক প্রতিবন্ধী।
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: