Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি রিয়াল-অ্যাতলেটিকো




মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকোকে ফেবারিট মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করলে ইতিবাচক ফল আসবে। এমনটাই মনে করেন রিয়াল কোচ জিনেদিন জিদান। অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখতে চায় দিয়েগো সিমিওনের দল। শনিবার (১২ ডিসেম্বর) মাদ্রিদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানোয়, ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ছন্দহীন থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দময় ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগের নক আউট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তাইতো আত্নবিশ্বাসের দিক থেকে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছুটা নির্ভার জিদান শিষ্যরা। যদিও ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলেও ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে শক্তিমত্তা আর পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। দু'দলের ৬৮ বারের মুখোমুখিতে রিয়াল মাদ্রিদের ৩৭ জয়ের বিপরীতে অ্যাতলেটিকোর জয় মাত্র ১২টি। যদিও চার বছর আগে অ্যাতলেটিকো শেষবার ডার্বি জিতেছিলো। এরপর ৯ লীগ ডার্বিতে লস ব্লাঙ্কসের জয় তিনটিতে। চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে অ্যাতলেটিকোর দুই ফরোয়ার্ড সুয়ারেজ ও ফেলিক্স। তাই রোজি ব্লাঙ্কসদের আক্রমণ ভাগ আটকাতে এ ম্যাচে ফিরছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। তবে করিম বেনজেমা ফর্মে থাকলেও অ্যাসেনসিও-ভিনিসিয়াস-রদ্রিগোরা সেরাটা দিতে মুখিয়ে আছে। ইনজুরির কারণে এ ম্যাচেও ইডেন হ্যাজার্ডের সার্ভিস মিস করবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, অ্যাতলেটিকো মাদ্রিদ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। ডার্বিতে তাদের ফেবারিট মানছি। তবে সবশেষ দুই ম্যাচে জয় পাওয়ায় দলের ফুটবলারা আত্নবিশ্বাসী। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারলে ইতিবাচক ফল আসবে। এদিকে, এবারের আসরে যেনো রীতিমতো উড়ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। টানা ৭ ম্যাচে অপরাজিত রোজি ব্লাঙ্কস। ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় শিরোপার স্বাদ পায় তারা। ৬ বছর পর আবারো ট্রফির লড়াইয়ে দিয়াগো সিমিওনের দল। তাইতো মৌসুমের প্রথম ডার্বিতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না অ্যাতলেটিকো। অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে বলেন, রিয়াল মাদ্রিদ শক্তিশালী দল এতে কোনো সন্দেহ নেই। তারা ৩৪ বার ট্রফি ঘরে তুলেছে। যদিও এবার অ্যাতলেটিকো মাদ্রিদ শিরোপার দাবিদার। তারপরও ডার্বি মর্যাদার লড়াই। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো আমরা। কথার আর টেবিলের লড়াইয়ে যারাই এগিয়ে থাকুক; মাঠের পারফরম্যান্সেই প্রমাণ হবে কারা এগিয়ে রয়েছে এই মৌসুমে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply