করোনা আক্রান্ত নোয়াখালীর ডিসি
নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান করোনায় আক্রান্ত হয়েছেন। তার পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান নিজেই এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ থাকায় সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে জেলা প্রশাসকসহ তার পরিবারের সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিকেলে পরীক্ষার জন্য নমুনা নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়, রাতে পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও জেলা প্রশাসকের করোনা পজিটিভ আসে।
বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
Tag: Zilla News
No comments: