Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা নিয়ে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা




বিশ্বজুড়ে বর্তমান করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরো বড় মহামারি আসতে পারে। এজন্য তা মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরও আন্তরিক হতে আহ্বান জানিয়েছে সংস্থাটি । উল্লেখ্য, করোনা মহামারিতে বিশ্বে এখন পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আট কোটিরও বেশি। গত বছরের শেষের দিকে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের এ সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার (২৮ ডিসেম্বর) এ সতর্কতা জানান। এ সময় তিনি বলেন, ‘বর্তমান মহামারি একটি সতর্কবার্তা। এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াছে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।’ রায়ান বলেন, ‘ভবিষ্যতে আরো মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন।’ অন্যদিকে ডব্লিওএইচও’র সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, ‘করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনও অনেক সামান্য।’ তবে এ প্রসঙ্গে সংস্থান প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতের হুমকি মোকাবেলায় প্রস্তত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply