sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বই হাতে নিয়ে পোজ ‘হট’ সাংসদ নুসরতের, বোনু মিমির খোঁচা, ‘কি পড়লি শুনি?’
নুসরত জাহান (nusrat jahan) ও মিমি চক্রবর্তী (mimi chakraborty), টলিউডের (tollywood) এক্কেবারে প্রথম সারির এই দুই তারকা আগে থেকেই গলায় গলায় বন্ধু ছিলেন। একসঙ্গে প্রথম বারের মতো তৃণমূলের (tmc) হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জিতে সাংসদও হন দুজনে। সবের মাঝে বন্ধুত্বটাও আরো গাঢ় হতে থাকে। একে অপরকে দিয়েছেন আদরের ডাকনাম ‘বোনু’। তবে সব প্রিয় বন্ধুদের মতো নুসরত মিমিও সুযোগ পেলে অন‍্যকে নিয়ে একটু মশকরা করতে ছাড়েন না। একজন ছবি পোস্ট করলে যেমন মধ খুলে প্রশংসাও করেন তেমনি আবার টুক করে একটু খুনসুটিও করে নেন। তেমনটাই নুসরতের সঙ্গে আবার করলেন মিমি। সম্প্রতি নতুন ফটোশুট থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। বারবারা অ্যানিস ও জন গ্রের লেখা ‘ওয়ার্ক উইথ মি’ নামে একটি বই হাতে নিয়ে পোজ দিয়েছেন তিনি। কখনো বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আবার কখনো বই হাতে নিয়েই হাসিমুখে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবির ক‍্যাপশনে নুসরত লিখেছেন, সুন্দরীও যেমন তেমনি দরকার পড়লে ঘুঁষি মারতেও জানি। বোনুর এই পোস্টেই টুক করে মিমির কমেন্ট, ‘কি পড়লি শুনি?’ সঙ্গে দুষ্টুমি ভরা একটি স্মাইলি। তবে এখনো মিমির এই মন্তব‍্যের কোনো জবাব নুসরত দেননি। প্রসঙ্গত, এর আগে লন্ডনে প্রিয় বন্ধু নুসরতের সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে তোলা একটি সেলফি মিমি শেয়ার করেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। মিমি ও নুসরত দুজনেই বিনা মেক আপেই ধরা দেন এই ছবিতে। এখানেই রমিনা সাঁতরা নামে জনৈক মহিলা লেখেন, ‘মিমি, আপনার মতো সেম আমারো একটি নাগিন বন্ধু ছিল যে নিজেকে বিশ্বসুন্দরী ভাবত। যে সেলফিতে ওকে ভাল লাগত আর আমাকে খারাট লাগত ওটাই আপলোড করে দিত। এর থেকে ও বোঝাতে চাইত ও আমার থেকে বেশি সুন্দরী। আপনিও ঠিক যেমন আপনাকে ভাল লাগছে বলে ছবিটা আপলোড করলেন।’ তবে এই নিয়ে কোনো মন্তব‍্য করেননি মিমি বা নুসরত কেউই।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply