মাদারীপুরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
মাদারীপুরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ভ্যানগাড়ির দুই জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মজিবর মাদবরের স্ত্রী রাসেদা বেগম (৫৮) ও একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিগরের ছেলে ওহিদুল কারিগর (২৮)।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ শিকদার জানান, শিবচরের বাংলাবাজার থেকে যাত্রীবাহী বিএমএফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে ছেড়ে যায়। দুপুরে সদর উপজেলার মস্তফাপুরে পৌঁছালে উল্টো পাশ থেকে আসা একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গেলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর ভ্যান গাড়িটি বাসের নিচে ঢুকে গেলে এটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী মারা যান। আহত হন আরও ৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
Tag: Zilla News
No comments: