পেলের কাছ থেকে অভিনন্দন পেলেন মেসি
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছ থেকে এবার অভিনন্দন পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে পেলের নামের পাশে জায়গা করে নেন বার্সা তারকা মেসি। এরপর নিজের ইনস্টাগ্রাম পেইজে মেসিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন পেলে।
পোস্টে মেসিকে উদ্দেশ্য করে পেলে লেখেন, যখন কোনকিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। এই বলে মেসিকে তার রেকর্ডের জন্য অভিনন্দন জানান পেলে। এরপর বার্সেলোনায় মেসিকে তার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি।
পেলে তার পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আরো লেখেন, তার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মত এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এর জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানান পেলে।
Tag: English News games
No comments: