sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি, যদি...
সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি, যদি...

ঢালিউডের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে গেছেন। অভিনয় করেছেন ‘নূরজাহান’, ‘দহন’, ‘পোড়ামন-২’, ‘প্রেম আমার-২’, ‘জ্বীন’, ‘শান’, ‘সাইকো’ সিনেমায়। ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। পাশাপাশি সিনেমার চিত্রায়ণ এবং বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। ব্যস্ততার মাঝে নিজেকে ফিট রাখতে জিম করতেও ভোলেন না পূজা। ফেসবুকেও শেয়ার করেছেন তার শারীরিক কসরতের এক ঝলক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অন্য সব কিছু মিস হলেও ফিট থাকতে ব্যায়াম করা মিস দেই না। যদিও আমি বেশি খেলেও তেমন মুটিয়ে যাই না। তবুও জিম করি নিয়মিত। জিম করার বিষয়ে কোনো ছাড় নেই।’ খুব বেশি খেতে পছন্দ করেন না পূজা। বলেন, ‘আরে না না, খাওয়া-দাওয়ার প্রতি আমার লোভ কম। আমাকে তো জোর করেও খাওয়ানো যায় না। আমার মনে হয় মোটা হয়ে গেলে আমি আর অভিনয় করতে পারব না, সিনেমা করাই ছেড়ে দেব।’ এদিকে পূজা চেরি অভিনয় করছেন সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ সিনেমায়। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন আরও কয়েকটিতে। সেগুলোর ঘোষণা আনুষ্ঠানিকভাবেই আসবে বলে জানা গেছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply