Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আবারও চেলসির হার




আবারও চেলসির হার

ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ততা পেলো চেলসি। উলভসের কাছে ২-১ গোলে হেরেছে ল্যাম্পার্ডের দল। করোনা জর্জরিত ফুটবল মৌসুমের দলবদলে অন্য ক্লাবগুলো যখন হাত গুটিয়ে ছিলো। তখন পকেট উজাড় করে ঘর গুছিয়েছিলেন চেলসি কর্তারা। তার ফলও মৌসুমের শুরু থেকেই দেখতে পেয়েছিলেন সমর্থকরা। তবে, জয়ের স্রোতে থাকা চেলসি গেল ম্যাচেই হয়েছে ছন্দপতন। দুরন্ত যাত্রায় ১৭ ম্যাচে অপরাজিত থাকার পর হারের তিক্ততা দেয় এভারটন। উলভসের বিপক্ষে সে ক্ষত ভোলার চেষ্টা ছিলো ব্লু'দের। মলিনাক্সে আধিপত্যও ছিলো চেলসির। ২০ মিনিটে পাওয়া সুযোগটা জিরু লুফে নিতে পারলে শুরুতেই এগিয়ে যেতে পারতো ব্লু। কিন্তু হয়নি। তবে, প্রথমার্ধে না পারলেও, ৪৯ মিনিটে ঠিকই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন এই ফরাসি তারকা। চিলওয়েলের সহায়তায় গোল করেন জিরু। স্বস্তি ফেরে চেলসি শিবিরে। ৬৬ মিনিটে সমতা ফেরান ড্যানিয়েল পোডেন্স। স্বাগতিকরা সমতায় ফিরলেও আক্রমণে, আগুন ঝরাতে পারেনি চেলসি। উল্টো ৮১ মিনিটে পেনাল্টি পেয়ে যায় উলভস। যদিও শেষ পর্যন্ত ভিএআরে তা বাতিল হয়ে যায়। নয়ত ব্যবধান তখনই বাড়াতো উলভস। ম্যাচের যোগ করা সময়ে আর তাদের আটকে রাখা যায়নি। চেলসিকে হতাশ করে মলিনাক্সে উৎসবের উপলক্ষ এনে দেন পেদ্রো নেতো। পর্তুগিজ ফরোয়ার্ডের কল্যাণেই নাটকীয় জয় পায় উলভস। চেলসির হারের রাতে হতাশ করেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সময়টা ভাল যাচ্ছে না সিটিজেনদের। আগের ম্যাচেই ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র করেছে গার্দিওলা বাহিনী। এ ম্যাচেও জয়ের স্বপ্ন পূরণ হলো না। তাও আবার ইতিহাদ স্টেডিয়ামে। ৩০ মিনিটে ইকায়া গুন্ডোগানের গোলে লিড পায় চেলসি। ১৩ মিনিটে অঘটন ঘটান রুবেনস দিয়াস। লিড বাড়ানো তো দূরে থাক করে বসেন আত্মঘাতী গোল। আর তাতেই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ কর মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply