Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিউজিল্যান্ডকে অপেক্ষায় রাখল ক্যারিবীয়রা




ব্ল্যাকউড-জোসেফের ব্যাটে অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। ছবি : সংগৃহীত ম্যাচের গতি যেমন ছিল, তাতে আজ শনিবার টেস্টের তৃতীয় দিনেই জয় তুলে নিতে পারত নিউজিল্যান্ড। কিন্তু সেটা আর হলো না। দ্বিতীয় ইনিংসের শেষে প্রতিরোধ গড়ে কিউইদের অপেক্ষায় রাখলেন দুই ক্যারিবিয়ান জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। অবশ্য তাঁদের লড়াইয়ের পরও ইনিংস ব্যবধানে জয়ের পথে অনেকটা এগিয়ে আছে স্বাগতিকরা। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন ছয় উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ১৮৫ রান দরকার সফরকারীদের। শেষ মুহূর্তে প্রতিরোধ গড়া ব্ল্যাকউড দিন শেষে ৮০ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ৫৯ রানে অপরাজিত জোসেফ। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৫১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে উইন্ডিজ। এবার ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে লড়ছে সফরকারীরা। আজ বিনা উইকেটে ৪৯ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই ফিরে যান ক্যাম্পবেল। এরপর একে একে উইকেট হারাতে থাকে তারা। দ্রুত ছয় উইকেট হারানোর পর ব্ল্যাকউড ও জোসেপের ব্যাটে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারের হাত থেকে রক্ষা করেন এই দুই ক্রিকেটার। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫১৯/৭ ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ওভারে ৬৪ ওভারে ১৩৮ (ব্র্যাথওয়েট ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ব্রাভো ৯, চেইস ১১, ব্ল্যকউড ২৩, হোল্ডার ২৫*, জোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাওরিচ অনুপস্থিত; সাউদি ১৯-৭-৩৫-৪, বোল্ট ১৭-৫-৩০-১, জেমিসন ১৩-৩-২৫-২, ওয়্যাগনার ১৫-৩-৩৩-২)। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ফলো অন) ৪২ ওভারে ১৯৬/৬ (ব্র্যাথওয়েট ১০, ক্যাম্পবেল ২, ব্রাভো ১২, ব্রুকস ২, চেইস ৬, ব্ল্যকউড ৮০*, হোল্ডার ৮, জোসেফ ৫৯*; সাউদি ৮-১-৪০-১, বোল্ট ১০-১-৪৭-১, ওয়্যাগনার ১১-০-৬২-২, জেমিসন ১০-২-৩৩-১, মিচেল ৩-০-৭-১)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply