বিএনপি ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে নিজের ঘর সামলাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপি অন্ধের মতো সমালোচনা করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।
সে সময়, নেতিবাচক রাজনীতি থেকে দলের নেতাদের বেরিয়ে আসারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
Tag: English News lid news politics
No comments: