আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে হামলা মোহাম্মদপুর সরকারি স্কুল কেন্দ্রে
আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে হামলা
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর নয়টি কেন্দ্রে পরীক্ষা হলেও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়।
জানা যায়, হামলাকারীরা পরীক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং পরীক্ষার্থীদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরীক্ষা বর্জনের ঘটনা ঘটে পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্রেও।
ওই দুই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর হওয়া আধঘণ্টার মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগে লক্ষ্মীবাজারে মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে কয়েক শিক্ষার্থী বের হয়ে অন্যদেরও জোর করে বের করে দেয়। একঘণ্টার মতো পরীক্ষা চলার পর মোহাম্মদপুর কেন্দ্রে একদল সন্ত্রাসী ঢুকে শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
ডিএসপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন প্রশ্ন হয়েছে বলে দাবি করে কলেজের ভেতরে ভাঙচুর চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Tag: English News politics
No comments: