মধ্যরাতে ২ কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ
র জুনাগাধে সিংহের আক্রমণে মৃত্যু হলো এক কিশোরীর। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনায় প্রাণে বেঁচে যায় ঐ কিশোরীর বোন। এ ঘটনায় এলাকাটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুই বোন একসঙ্গে বের হয়েছিল। তখনই একসঙ্গে দুইটি সিংহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারা যাওয়া কিশোরীর নাম ভাবনা। অপর কিশোরী রেখা জানায়, বাইরের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে চাদরে সারা শরীর মোড়া ছিল তাদের। সে সময় হঠাৎই তাদের ওপর লাফিয়ে পড়ে সিংহ দুটি। ভাবনার মাথা কামড়ে ধরে তাকে নিয়ে দৌড় দেয় তারা। তখন রেখা আতঙ্কে লাফিয়ে পড়ে পাশের এক পানির ট্যাঙ্কের দিকে। সেইসঙ্গে জোড়ে চিৎকারও করতে থাকে সে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাদের পরিবারের সদস্যরা। শুরু হয় তল্লাশি। তাদের সঙ্গে ছিলেন এক সিংহ বিশেষজ্ঞও। সবাই মিলে চিৎকার শুরু করেন তারা। এর উদ্দেশ্য সিংহগুলো যেন চিৎকার ও হইহই শুনে পালিয়ে যায় ভাবনাকে ছেড়ে। কিন্তু সব পরিকল্পনাই ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় বন দপ্তরের প্রতিনিধি দল। পরে উদ্ধার করা হয় ভাবনার মরদেহটি। দেখা যায়, সিংহ দুটি ওই কিশোরীকে প্রায় ১৫০ মিটার দূরে টেনে নিয়ে গিয়ে খেতে শুরু করে দিয়েছিল। তার হাঁটু থেকে উরু পর্যন্ত খাওয়ার পর হইহই শুনে দেহটি সেখানেই রেখে পালিয়ে যায় তারা। এ বিষয়ে বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, ওই কিশোরীরা চাদর মুড়ি দিয়ে রেখেছিল। তাই অন্ধকারে তাদের ছোট কোনো পশু বলে ভুল করে থাকতে পারে সিংহ দুটি। আপাতত তাদের ধরতে ফাঁদ পেতেছে বন দপ্তর। সূত্র: টাইমস অফ ইন্ডিয়াMujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: