৪০০ উইকেটের হাতছানি লায়নের সামনে
শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্র্যার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে চারশ' উইকেট শিকারের দ্বারপ্রান্তে ন্যাথান লায়ন। কিংবদন্তিদের তালিকায় নাম ওঠার অনুভূতি বিশেষ এই স্পিনারের কাছে। এদিকে, ছুটি কাটিয়ে সোমবার স্কোয়াডে যোগ দেবেন মিচেল স্টার্ক। তাকে পাওয়ায় বোলিং আক্রমণ পূর্ণতা পাবে বলেই মনে করেন সতীর্থ জশ হ্যাজলউড। অ্যাডিলেড টেস্টে বিরাট কোহলিকে দ্রুতই প্যাভিলিয়নে ফেরানোর ছক কষছেন এই পেসার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আলাদা এক রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ন্যাথান লায়নকে। টেস্ট ক্রিকেটে দারুণ এক মাইলফলক এই স্পিনারের দৃষ্টিসীমায়। ঝুলিতে আছে ৩৯০ উইকেট। চার ম্যাচের সিরিজে চারশ'র কোটা পূরণের সব আয়োজনও যেন করাই আছে। এর আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে এই কীর্তি আছে শুধু দু'জনের। গ্লেন ম্যাকগ্র্যার ৫৬৩ আর লেগ স্পিন লেজেন্ড শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮। এ বিষয়ে ন্যাথান লায়ন বলেন, এটা করতে পারলে দারুণ কিছু হবে। মাত্র দু'জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এই কীর্তি আছে। ক্যারিয়ার শেষে আমি পেছন ফিরে তাকিয়ে ভাবতে পারবো, ৪০০ উইকেট আছে। এটা আমার জন্য দারুণ এক বিদায়ী সংবর্ধনা হবে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম লায়নের প্রশংসায় পঞ্চমুখ। আর জশ হ্যাজলউড গুণমুগ্ধ পেসার মিচেল স্টার্কের। পারিবারিক কারণে ছুটিতে যাওয়া পেসার ফিরছেন স্কোয়াডে। বিশেষ করে গোলাপি বলের টেস্টে ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারেন, ৭ দিবারাত্রির টেস্টে ৪২ উইকেট শিকার করা স্টার্ক। জশ হ্যাজলউড বলেন, আমাদের বোলিং আক্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টার্ক। গোলাপি বলে তার বোলিংয়ের পারদর্শিতা সম্পর্কে সবাই জানে। সে পেশাদার এবং মাঠে ফিরতে করণীয় সব কিছুই করেছে। গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্ট খেলেই ছুটিতে যাবেন কোহলি। এই টেস্টে অজি বোলারদের বাড়তি মনযোগ থাকবে ভারতীয় অধিনায়কের ওপর। চলতি বছর টানা ৪ ওয়ানডেতে কোহলিকে আউট করা বোলার হ্যাজলউড, টেস্টেও মোমেন্টাম ধরে রাখার চেষ্টায়। হ্যাজলউড বলেন, সাদা বলে কোহলির বিপক্ষে আমি সাফল্য পেয়েছি। তবে, গোলাপি বলে খেলাটা অন্যরকম। আগেরবার লাল বলে সে আমাদের বিপক্ষে রান করেছিলো। অ্যাডিলেড টেস্টে যে দুই ইনিংসে সে খেলবে, দ্রুতই তাকে আউট করা কঠিন হবে। অ্যাডিলেডে ৩টি টেস্ট সেঞ্চুরি আছে কোহলির। এই সংখ্যাটাকে এখনই বাড়তে দিতে চায়না অজি পেসাররা।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: