Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বোকাদের ভালোবাসায় কাঁদলেন ম্যারাডোনার মেয়ে




ম্যারাডোনার মেয়ে দালমা। ছবি : সংগৃহীত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চলে যাওয়ার ছয় দিন হতে চলল। এখনো আর্জেন্টাইন তারকার শোকে স্তব্ধ ফুটবল দুনিয়া। বিশ্বের বিভিন্ন জায়গায় ফুটবলাররা স্মরণ করছেন আর্জেন্টাইন কিংবদন্তিকে। একদিন আগে ম্যারাডোনাকে স্মরণ করল তাঁরই প্রিয় ক্লাব বোকা জুনিয়র্স। ম্যাচটিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যারাডোনার মেয়ে দালমা। ম্যারাডোনার প্রতি বোকা জুনিয়র্সের ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি দালমা। চোখের জলে বোকাদের ধন্যবাদ জানালেন দালামা ম্যারাডোনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারই ম্যাচ ছিল বোকা জুনিয়র্সের। কিন্তু সেদিন ম্যারাডোনার মৃত্যুতে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। ম্যারাডোনার মৃত্যু শোক নিয়ে গত রোববার রাতে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের বিপক্ষে খেলতে নামে বোকা জুনিয়র্স। ম্যাচটিতে নিজেদের জার্সিতে ম্যারাডোনার নাম লিখে নামেন খেলোয়াড়রা। স্টেডিয়ামে এদিনও রাখা হয় ম্যারাডোনার জন্য আলাদা ভিআইপি বক্স। তবে এদিন ভিআইপি বক্সে ম্যারাডোনা নয়, ছিলেন তাঁর মেয়ে দালমা। ম্যাচটি বিশেষ করে রেখেছিল বোকা জুনিয়র্স। ১২তম মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার এডউইন কারদোনার দারুণ ফ্রি-কিকে প্রথম গোল করে বোকা জুনিয়র্স। গোলের পর সব খেলোয়াড়রা একসঙ্গে জড়ো হয়ে ম্যারাডোনার বক্সের সামনে যান। সামনে আর্জেন্টাইন কিংবদন্তির জার্সি রেখে সম্মান জানান বোকা জুনিয়র্সের ফুটবলাররা। ওই দৃশ্য দেখে কেঁদে ফেলেন ম্যারাডোনার মেয়ে। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় বোকা জুনিয়র্স। জয় ম্যারাডোনাকে উৎসর্গ করেন ফুটবলাররা। ওই দৃশ্য দেখে আরেকবার কান্নায় ভেঙে পড়েন দালমা। এরপর বোকা জুনিয়র্সের ফুটবলারদের ধন্যবাদ জানান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধন্যবাদ জানাতে ভুল করেননি ম্যারাডোনাকন্যা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply