Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টটেনহ্যামের হোঁচট, জয়ের ধারায় আর্সেনাল




টটেনহ্যামের হোঁচট, জয়ের ধারায় আর্সেনাল

হোঁচট খেলো ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। অপেক্ষাকৃত দুর্বল লাস্কের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মরিনহোর শিষ্যরা। তবে জিতেছে আর্সেনাল আর এসি মিলান। র‌্যাপিড উইয়েনের বিপক্ষে গানারদের জয় ৪-১ ব্যবধানে। আর সেল্টিককে রসোনারিরা হারিয়েছে ৪-২ গোলে। একটা ভুল, একটা স্বপ্নের অপমৃত্যু। নিজের ফুটবল ইতিহাসে প্রথমবারে মতো ইউরোপা লিগের নকআউট পর্বে ওঠার সুযোগ এভাবেই পায়ে দলিত করলেন হল্যান্ড। টিভি স্ক্রিনে বারবারই ভেসে উঠছিলো কোচ ডমিনেক টালহামার হতাশ মুখখানা। টিকে থাকতে হলে জিততেই হবে এই সমীকরণ নিয়ে ঘরের মাঠে ইংলিশ জায়ান্ট টটেনহ্যামকে আতিথ্য দেয় অস্ট্রিয়ান দল লিনজার অ্যাথলেটিক স্পোর্টস ক্লাব-লাস্ক। ৬মিনিটে আগস্টেনের শট বারে লেগে দলকে করে হতাশ। তবে ৪২ মিনিটে মিকোর ম্যাজিক। ১-০তে লিড স্বাগতিকদের। যে রেশ থাকে মোটে মিনিট তিনেক। হ্যান্ডবলের সুবাদে পাওয়া স্পট কিক থেকে স্পারদের সমতায় ফেরান গ্যারেথ বেল। ৮৪ মিনিটে অগাস্টিনের এমন মুগ্ধ করা ফিনিশিংয়ে দারুণ একটা লাইফলাইন পায় লাস্ক। তবে সব প্রত্যাশায় গুড়ে বালি ৮৬ মিনিট ডেলে আলির লক্ষ্যভেদ। টটেনহ্যামের ড্রয়ের দিনে ঠিকই দাপুটে জয় তুলে নিয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। র‌্যাপিড উইয়েনের বিপক্ষে এ ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে আরো একটা কারণে। অ্যামিরেটস স্টেডিয়ামে যে প্রবেশের অনুমতি পেয়েছেন হাজার পাঁচেক সমর্থক। ১০ মিনিটে লাকাজাৎতের দূর পাল্লার শট ঠিকানা খুঁজে নেয় জালের। যা এই ফ্রেঞ্চম্যানের গানারদের জার্সিতে ৫৩তম লক্ষ্যভেদ। ১৮ মিনিটে পাবলো মারি ব্যবধান করেন ২-০। এরপর ৪৪ মিনিটে নেকেটিয়া আর ৬৬ মিনিটে আর্টেটার দলের হয়ে চার নম্বর গোলটা করেন এমিল স্মিথ। মাঝে ৪৭ মিনিটে র‌্যাপিডের হয়ে কিতাগওয়ার গোল শুধু দিয়েছে সান্ত্বনা। আরেক ম্যাচে সেল্টিকের বিপক্ষে এসি মিলানের শুরুটা দুঃস্বপ্নের মতোন। ইব্রার অনুপস্থিতিতে ৭ আর ১৪ মিনিটে দুই গোল হজম করে স্বাগতিকরা। তবে ম্যাচে ফিরতে স্পিফনো পিউলি শিষ্যরা সময় নেয়নি বেশিক্ষণ। দুই মিনিটের ব্যবধানে গোল করেন কালহানোগলু আর ক্যাস্তেলিজো। ৫০ মিনিটে পিটার হাউজের পর ৪র্থ শেষ গোলের সঙ্গে মিলানের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন বাহিম দিয়াজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply