লেভারকুসেনকে হারিয়ে শীর্ষস্থানে বায়ার্ন
বুন্দেসলিগায় জয়রথ অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাভারিয়ানরা। লিগে টানা দ্বিতীয় জয় তুলে ৩০ পয়েন্ট নিয়ে জার্মান টপ লিগের শীর্ষে এখন হ্যান্সি ফ্লিকের দল।
তার আগে বেয়ার লেভারকুসেনের মাঠে আতিথ্য নেয় বায়ার্ন। যেখানে ম্যাচের ১৪ মিনিটেই প্যাট্রিকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
সমতায় ফিরতে বেশ সময় নিয়েছে অতিথিরা। অবশেষে ৪৩ মিনিটে ভাঙ্গে তাদের ডেডলক। থমাস মুলারের ক্রস থেকে পাওয়া বল আলতো করে মাথায় ঠুকে জালে পাঠান সদ্যই ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া রবার্ট লেওয়ানদোস্কি।
ফলাফল ড্রর দিকেই যাচ্ছিলো। কারণ বিরতির পর ফিরে কোন দলই গোলের দেখা পাচ্ছিলোনা। অবশেষে ম্যাচের যোগ করা সময়ে হাসি ফোটে বায়ার্ন শিবিরে। কিমিচের বাড়ানো বল গোলে রূপ দিয়ে বাভারিয়ানদের জয় নিশ্চিত করেন লেওয়ানদোস্কি।
E
Tag: English News games
No comments: