বড়দিনের উৎসবে ইতালিতে ৪ দিনের কড়া লকডাউন
বড়দিনের সময়টাতে টানা চারদিন কড়া লকডাউনে থাকবে ইতালি। করোনা সংক্রমণ রুখতে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তবে ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। ২৫শে ডিসেম্বর যীশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পরিচিত। এই সময়টাতে বাহারি রঙে সেজে ওঠে সমগ্র ইউরোপ। মেতে উঠে উৎসব আনন্দে। প্রতিবছর ডিসেম্বর শুরুর আগেই শুরু হয় ইউরোপের সাজসজ্জা। রাস্তাঘাট গাছপালায় আলোর ঝলকানিতে সাজিয়ে তোলা হয়। ইউরোপের হিমশীতল এই দিনগুলোতেও কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেন সাধারণ মানুষ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ২০২০ সাল। কোভিড আগ্রাসনে এবার বড়দিনের উৎসব ও উপহারে লাগাম টেনে ধরতে বাধ্য হচ্ছে ইতালির সরকার। আগামী ২৪ ডিসেম্বর থেকে টানা চার দিন লকডাউন থাকবে সারা দেশ। বড়দিনের উৎসবের পরপরই থার্টিফার্স্ট নাইট খ্রিষ্টীয় নববর্ষকে বরণ করার যে মহাউৎসবে ভরে ওঠে ইউরোপ। সেটিও সংকুচিত করতে লকডাউন এবং রেড জোন ঘোষণার পরিকল্পা করছে ইতালি সরকার। তবে করোনা ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন অনেকে। ফুল ফুটুক আর নাইবা ফুটুক ফাগুন এলে যেমন আসে বসন্ত। বড়দিনের আলোর শয্যায় বা ক্রিসমাস ট্রি তে আলোক রশ্মিতে ঝলমল হয়ে ওঠে রাস্তাঘাট। এর ব্যতিক্রম হয়নি এবছরেও কেবল উৎসবে আনন্দে মেতে ওঠা মানুষের অভাব।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: