মেহেরপুরে ২ জন করোনা আক্রান্ত
হয়েছেন। তিনাদের মধ্য ১জন মেহেরপুর সদরের ওপরজন মুজিবনগর উপজেলার। মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে পজেটিভ আসে ২ জনের। আর নেগেটিভ আসে ১৫ জনের। সূত্রে আরো জানা যায়, সর্বমোট ফলাফল এসেছে ৫৬০০ টি, সর্বমোট পজিটিভ ৭৪০ জন, সুস্থ ৬৩৭ জন, মৃত্যু ১৬ জন ও ট্রান্সফার্ড ৬০ জন। বর্তমানে পজিটিভ সংখ্যা ২৫ টি (সদরে- ১৭, গাংনীতে- ০৩ ও মুজিবনগরে- ০৫)। ভিন্নসূত্রে পাওয়া পজিটিভের পরিচয়- আসমত আলী (২৬), হাসানাবাদ, মেহেরপুর সদর। ওয়াজেদ আলী (৬২), বিশ্বনাথপুর, মুজিবনগর, মেহেরপুর।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: