Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা ছবি ন'ডরাই ও ফাগুন হাওয়ায়




জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা ছবি ন'ডরাই ও ফাগুন হাওয়ায় প্রকাশ পেয়েছে ২০১৯ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। যেখানে ২৭ ক্যাটাগরিতে আছে ৩৩ শিল্পী-কুশলীর নাম। 'আবার বসন্ত'র জন্য এবার সেরা অভিনেতা হয়েছেন তারিক আনাম খান, আর 'ন ডরাই' দিয়ে সেরা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। যৌথভাবে সেরা ছবির পুরস্কার জিতেছে 'ফাগুন হাওয়ায়' ও মাহবুব উর রহমান প্রযোজিত 'ন ডরাই'। তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রাপ্তদের নামের তালিকা প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করেছে। জীবন সায়াহ্নে একজন বাবার বসন্ত খুঁজে ফেরার গল্পের ছবি 'আবার বসন্ত'। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তারিক আনাম খান। অন্যদিকে প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন সুনেরাহ বিনতে কামাল। একজন নারী সার্ফারের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে 'ন ডরাই'-তে অভিনয়ের জন্যই জাতীয় পুরস্কার হাতে উঠছে তার। এছাড়া 'ন ডরাই'র জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন তানিম রহমান অংশু। সেরা চিত্র নাট্যকারের পুরস্কার পেয়েছেন 'ন ডরাই' ছবির প্রযোজক মাহবুব উর রহমান। ২০১৯-এ সবচেয়ে বেশি ৮টি পুরস্কার জিতেছে পরিচালক মাসুদ পথিকের ছবি 'মায়া দ্যা লস্ট মাদার'। অন্যদিকে ৬টি পুরস্কার ঘরে তুলছে 'ন ডরাই'। এছাড়া 'ফাগুন হাওয়ায়' এবং 'মনের মতো মানুষ পাইলাম না' সিনেমা দুটি ঘরে তুলছে তিনটি করে পুরস্কার। এবার সেরা সংগীত পরিচালক হয়েছেন 'চিরকুট' ব্যান্ডের ইমন চৌধুরীর। সুরকারের পুরস্কার যৌথভাবে পেয়েছেন তানভীর তারেক ও প্ল্যাবন কোরেশী। গীতিকার হিসেবে যৌথ পুরস্কার পেয়েছেন নির্মলেন্দু গুণ ও কামাল আব্দুল নাসের চৌধুরী। এবার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ফজলুল রহমান বাবু আর খল চরিত্রে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান। এছাড়া সোহেল রানা ও সূচন্দাকে যৌথভাবে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply