হোয়াইটওয়াশ এড়াতে পারবে পাকিস্তান?
হোয়াইটওয়াশ এড়াতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। নিউজিল্যান্ড সফরে একেবারেই সুবিধা করতে পারছে না পাকিস্তান। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর, দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছে শাদাব খানের দল। হ্যামিল্টনে টিম সাউদির বোলিং তোপে ধস নামে সফররতদের টপ অর্ডারে। ৯৯ রানের ইনিংস খেলেও, সিরিজ হার এড়াতে পারেননি মোহাম্মদ হাফিজ। টিম সেইফার্ট ও ছুটি কাটিয়ে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসনের ফিফটিতে সহজ জয় তুলে নেয় কিউইরা। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় বেশ নির্ভার স্বাগতিকরা। শেষ ম্যাচে জিমি নিশাম ও ইশ সোধির পরিবর্তে টড অ্যাসেল ও ড্যারিল মিচেলকে যাচাই করে দেখতে পারে তারা। এদিকে দুই ম্যাচে কোনো রান না করা আবদুল্লাহ শফিককে বসিয়ে ইফতিখার আহমেদকে খেলাতে পারে পাকিস্তান। নেপিয়ারের ফ্ল্যাট উইকেটে টস জিতে ব্যাটিং করতে চাইবে দু’দলই। দ্বিতীয় ইনিংসে পিচ মন্থর হয়ে আসায় ব্যাটিংয়ে কিছুটা বেগ পেতে হবে। উইকেটের ধরন বলছে, স্কোরবোর্ডে ১৮০ থেকে ২০০ রান তোলা সম্ভব। এই ভেন্যুতে নিজেদের সবশেষ ম্যাচে ২৪১ রানের স্কোর গড়েছিল ইংল্যান্ড।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: