নাইজেরিয়ায় ৪০০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকার একটি আবাসিক স্কুল থেকে ৪০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী। শনিবার (১২ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নাইজারের সীমান্তবর্তী নাইজেরিয়ার কাটসিনা রাজ্যের মাধ্যমিক বিদ্যালয়ে এদিন ভোরে হামলা চালায় একদল বন্দুকধারী। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির রাজ্যে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছেন তিনি। বলেছেন, অপহরণকারী অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে। জঙ্গলে অপহরণকারীরা আত্মগোপনে আছে। তাদের আটকে অভিযান চলছে বলেও জানান তিনি। কাটসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গাম্বো ইসা বলেন, উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অতিরিক্ত সদস্য নিয়ে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। হামলার পর রাজ্যের সব আবাসিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর আমিনু মাসারি। কয়েকটি রাজ্যে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। কারণ সাম্প্রতিককালে মোটরসাইকেল ব্যবহারকে অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। সংখ্যালঘু ফুলানি জাতিগোষ্ঠীর মধ্যে প্রায় সংঘাতের ঘটনা ঘটে। তাদের সংঘাতের কারণে রক্তপাতের সাক্ষী হয় ওই অঞ্চলের মানুষ। মূলত পশুপালন এবং কৃষি কাজ করে জীবনধারণ করে তারা। সম্পত্তি ভাগাভাগি, ভোগদখল নিয়ে তাদের মধ্যকার সংঘাতের মূল কারণ।
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: