মহসিন আলী আঙ্গুর//
কাঠ শালিক Chestnut-tailed starling, Satchari National Park.jpg 'সাতছড়ি জাতীয় উদ্যানে কাঠ শালিক সংরক্ষণ অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত (আইইউসিএন ৩.১)[১] বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসe অপরিচিত শ্রেণী (ঠিক করুন): Sturnia প্রজাতি: S. malabarica দ্বিপদী নাম Sturnia malabarica (Gmelin, 1789) Chestnut-tailed Starling Range.jpg আনুমানিক ব্যাপ্তি প্রতিশব্দ Temenuchus malabaricus কাঠ শালিক (বৈজ্ঞানিক নাম: Sturnus malabaricus)[২] শালিক পরিবারের অন্তর্ভুক্ত একটি পাখি। ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় এদের দেখা পাওয়া যায়। গঠন কাঠ শালিক ১৯ থেকে ২১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর বুক, পেট ও লেজের পালকের রঙ উজ্জ্বল বাদামী রঙের হয়ে থাকে। চোখ ও পা লালচে বর্ণের হয়। গলায় মালার মতো অতিরিক্ত ধূসর বর্ণের পালক দেখা যায়। স্বভাব এই পাখি গাছের কোটরে গর্ত করে বাসা বানায়। এদের প্রজনন মৌসুম হচ্ছে বসন্ত থেকে বর্ষাকাল। প্রজননের সময় বাসায় তিন থেকে চারটে লম্বাটে নীলচে রঙের ডিম পাড়ে। সব ধরনের পোকামাকড় ও ফল এরা খেয়ে থাকে।[৩] তথ্যসূত্র {{{assessors}}} (2004). Sturnus malabaricus. 2006 IUCN Red List of Threatened Species. IUCN 2006. Retrieved on 12 May 2006. Zuccon, D., Pasquet, E. & Ericson, P. G. P. (2008). Phylogenetic relationships among Palearctic–Oriental starlings and mynas (genera Sturnus and Acridotheres : Sturnidae). Zoologica Scripta, 37:469–481 PDF BanglaNews24.com (২০১২-০১-১১)। "হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুনিয়া ও কাঠ শালিক"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৯। বিষয়শ্রেণীসমূহ: আইইউসিএন লাল তালিকার ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতিস্বয়ংক্রিয় ট্যাক্সওবক্স পরিষ্করণরঙ ছাড়া ট্যাক্সওবক্সMujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: