sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কুকুরের দুধ খেয়ে বেঁচে আছে বিড়ালছানাটি!
কুরের দুধ খেয়ে বেঁচে আছে বিড়ালছানাটি!

মাতৃহীন এক বিড়ালছানা। ক্ষুধায় কাতর ছিল ছানাটি। সেই বিড়ালছানাটিকে পরম মমতায় দুধ পান করাল পথের এক কুকুর। ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুরের বড়াই বাজারে কুকুরটি নিয়মিতই বিড়ালছানাকে দুধ পান করাচ্ছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম জি নিউজ। ইতোমধ্যে এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। দিনে তিন থেকে চারবার কুকুরটি দুধ পান করাচ্ছে বিড়ালছানাটিকে। এ ঘটনায় মুগ্ধ হয়ে স্থানীয়রা জানান, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। সেই নিয়মকে বুঝতে-বুঝতেই এগিয়ে চলে মানবসভ্যতা। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময়ই মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বিড়ালছানাকে কুকুরের লালন করা। বড়াই এলাকার বাসিন্দা স্বপন নন্দী বলেন, ‘বড়াই বাজারে ওই বিড়ালছানাটি থাকে। ছানাটির মা বেশ কিছুদিন আগে মারা গেছে। তারপর থেকে আমরা খেয়াল করছি, একটি মা কুকুর বিড়ালছানাটিকে নিজের বাচ্চার মতো করে লালন-পালন করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাকে তিন থেকে চারবার দুধপানও করাচ্ছে। আমরাই দৃশ্যটি ভিডিও করে রাখি।’


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply