Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাঁচ ম্যাচ পর জয় পেলো লিভারপুল




পাঁচ ম্যাচ পর জয় পেলো লিভারপুল

পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেলো লিভারপুল। ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। দলের হয়ে একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো, আলেক্সান্ডার আর্নল্ড এবং সাদিও মানে। এই জয়ে ওয়েস্ট হ্যামকে টপকে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরে যেনো জিততেই ভুলে গিয়েছিলো লিভারপুল। দারুণ ভাবে মৌসুম শুরু করার পরও পয়েন্ট টেবিলে তাদের দৈন্যদশা। সেটা কাটিয়ে ওঠার বিগ চ্যালেঞ্জ নিয়েই টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়নরা। সঙ্গে স্নায়ুচাপ তো ছিলোই! ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও জয়ের খোঁজে শুরু থেকেই আক্রমণাত্মক লিভারপুলো। মাত্র ২ মিনিটেই সুযোগও পেয়েছিলো তারা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সাদিও মানে। এর পরপরই স্কোর করে গোল উদযাপন করেন স্পার্স ফরোয়ার্ড সন হিয়ন মিন। কিন্তু তা বাতিল হয়ে যায় অফসাইডের নিয়মে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে দুই দলই সুযোগ সৃষ্টি করে বারবার। তবে ফিনিশিং দুর্বলতা কিংবা গোলরক্ষকের দৃঢ়তায় লিডের স্বস্তি পেতে বেশ খানিকটা সময় অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের ডেডলক ভাঙ্গেন রবার্তো ফিরমিনো। লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। ম্যাচের প্রথমার্ধ যেখানে শেষ করেছিলো ক্লপের দল দ্বিতীয়ার্ধ তারা শুরু করে সেখান থেকেই। টটেনহ্যাম কোন কিছু বুঝে ওঠার আগেই ব্যবধান বাড়ায় অলরেডরা। সাদিও মানের শট হুগো লরিস বা প্রান্তে ঝাঁপিয়ে ফেরালেও, ফিরতি বলে আলেকাসান্ডার আর্নল্ডের দ্রুত গতির ভলি প্রতিহত করার কোন উপায়ই ছিলো না তার কাছে। দলের এমন ছন্নছাড়া খেলায় গায়ে নিশ্চিত ভাবেই জলুনি উঠেছিলো বদরাগি হোসে মরিনিওর। ৪৯ মিনিটে তাকে কিছুটা হলেও স্বস্তি উপহার দেন হবার্জ। বার্জউইনের অ্যাসিস্ট থেকে পাওয়া বল যে ক্ষিপ্রতায় তিনি জালে জড়িয়েছেন তা চোখে লেগে থাকবে বহুকাল। ব্যবধান কমিয়ে ম্যাচটা জমিয়ে তুলে টটেনহ্যাম। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার আমেজ তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৬৫ মিনিটে দৃশ্যপটে আসেন সাদিও মানে। তার স্কোরে ব্যবধান ৩-১ করে লিভারপুল। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি স্পারদের। ফলে পাঁচ ম্যাচ পর লিগে জয়ের দেখা পায় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply