পাকিস্তানি চার বোলারের সেঞ্চুরি!
ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তানি বোলারদের সাধারণ মানে নামিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাজে বোলিং আর ফিল্ডিংয়ের সুযোগ রানের পাহাড় গড়েছে উইলিয়ামসন বাহিনী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৬৫৯ রানের বড় পুঁজি পায় কিউইরা। পাকিস্তানি বোলারদের শাসন করে ২৩৮ রানের কাব্যিক এক ইনিংস খেলেন কিউই অধিনায়ক। এছাড়া হেনরি নিকোলস এবং ড্যারেল মিচেলও সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, হতাশায় পুড়েছে সফরকারী বোলাররা। কেউই সুবিধা করতে পারেনি। সবমিলিয়ে সাতজন বোলার বোলিং করেছে। এর মধ্যে চারজন বোলারই রান দিয়েছেন একশ'র উপরে। রান দেওয়ার হিসেবে সেঞ্চুরি করেছেন তারাও! পেসার শাহিন আফ্রিদি বল করেছেন ৩৫.৫ ওভার। ১০২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ২৮ ওভারে ১০৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ। নাসিম শাহ ২৬ ওভার বল করে ১৪১ রান দিয়েও কোন উইকেট পাননি। এছাড়া স্পিনার জাফর গোহার করেছেন ৩২ ওভার। ১৫৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এদিকে, পাকিস্তানি বোলারদের এমন বাজে পারফরমেন্সের সমালোচনা করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। বড় রানের নিচে চাপা পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: