পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর থেকে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার
পটুয়াখালীতে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর থেকে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) তাতেরকাঠী গ্রামের নিজ নজরুল তালুকদারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।
বাড়ির মালিক নজরুল তালুকদার জানায়, শনিবার সকাল সাড়ে ১০টায় তার পরিত্যক্ত ঘর পরিষ্কারের কাজ করতে গিয়ে ছয়টি বাঘের শাবক দেখতে পাই। এর পর স্থানীয় লোকজনকে খবর দিলে তারা এসে এই ছয়টি বাঘের শাবক আটক করে।
বাঘের শাবক ছয়টি তাদের হেফাজতে আছে। তবে এইগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Tag: Advertisement videos
No comments: