আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সমাগম সীমিতের সিদ্ধান্ত
করোনা মহামারীর মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জনসমাগম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে একত্রে সর্বোচ্চ ৫ জন আর ব্যক্তি পর্যায়ে ২ জনের বেশি এক সাথে ফুল দিতে আসতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ মুখ থেকেই নিয়ন্ত্রণ করা হবে।
একুশ মানেই মাথা নত না করা। একুশ মানেই ভেঙে ফেলা শৃঙ্খল বেড়ী। উদাম পায়ে শহীদ বেদী অভিমুখে প্রভাতফেরী। ভাষা শহীদদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে প্রতিবছরই ঢল নামে ধর্ম-বর্ণ-নির্বিশেষে কত শত মানুষের। শহীদ মিনারের পুরো আয়োজনের মূল দায়িত্ব থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধে।
এবারও কমতি নেই। তবে চলমান মহামারীতে এবার উদযাপনে থাকছে কিছু বিধি নিষেধ। কর্তৃপক্ষ বলছে, শুধু শহীদবেদীতে নয়, জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে, গোটা বিশ্ববিদ্যালয় এলাকায়। ক্যাম্পাসে প্রবেশে থাকবে কড়াকড়ি।
Tag: English News politics
No comments: