দারিদ্র্যের হার নিয়ে বেসরকারি সংস্থার গবেষণার বাস্তবভিত্তি নেই’ যারা বলেন দেশে দরিদ্রতার হার ৪০ শতাংশ পার হয়েছে তারা কয়েকটি গ্রামে গিয়েছেন? বিভিন্ন গবেষণা সংস্থার করা প্রতিবেদনের বাস্তবভিত্তি নিয়ে প্রশ্ন তুলে এ কথা বলেছেন
আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৭ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। সভায় অপরিশোধিত স্বর্ণ এনে পরিশোধন করার সুযোগ রেখে স্বর্ণ নীতিমালা-২০১৮ সংশোধন করে প্রস্তাবিত 'স্বর্ণ নীতিমালা-২০১৮'র নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব তোলা হয়। এর মধ্যে ১ হাজার ১৪২ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৯৮ টাকা ব্যয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ৭টি প্রস্তাব অনুমোদন করা হয় সভায়। মোট অর্থায়নের মধ্যে সরকার দেবে ১ হাজার ১১০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৪০১ টাকা এবং উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক ও জাইকার কাছ থেকে ঋণ নেয়া হবে ৩১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৬৯৭ টাকা। সভায় অনুমোদিত বাকি প্রস্তাবগুলি: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) পিপিপি ভিত্তিতে ৪-লেনে উন্নীতকরণে চায়না কমিউনেকশনস কোম্পানি লিমিটেড সিসিসিসিএল ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন সিআরবিসি'র সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব- পিপিপির আওতায় চুক্তি বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 'শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) (১ম সংশোধিত)' প্রকল্পের ২৩ হাজার ৬৫০টি এসপিসি পোল, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ৩২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৯০০ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের আওতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ' প্রকল্পের আওতায় ডেমরা পুলিশ লাইন্স এলাকায় ২০তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজ যৌথভাবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও দ্য অরবিটাল বাংলাদেশ'র কাছ থেকে ৮০ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৯৭ টাকায় টাকায় কেনার অনুমোদন দেয়া হয়। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্ধীনে শহর এলাকায় স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা (১ম সংশোধিত) প্রকল্পের পরামর্শক সেবা যুক্তরাজ্যের আইএমসি ওয়ার্ল্ডওয়াইডের কাছ থেকে কেনার রকমারি (ভেরিয়েশন) বাবদ অতিরিক্ত ১৩ কোটি ৪ লাখ ৩ হাজার ৭২৯ টাকার অনুমোদন দেয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের' সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা জলসুখা সড়কাংশ নির্মাণ' প্রকল্পের প্যাকেজের ডব্লিউডি ২ এর পূর্ত কাজ যৌথভাবে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মেসার্স জন্মভূমি নির্মাণ ও অহিদুজ্জামান চৌধুরী'র কাজ থেকে ১৫১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের 'কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ' প্রকল্পের প্যাকেজের ডব্লিউপি ৪'র পূর্ত কাজের যৌথভাবে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও মোজাহার ইন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৪৮ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৬২৭ টাকার ক্রয় প্রস্তাব টিইসির সুপারিশ বাতিল করে পুণ:মূল্যায়নের জন্য বলা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের '৪-লেনে উন্নীত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (এন-১) (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) এর ৪ বছরের জন্য পারফরম্যান্স বেইজড অপারেশন ও দৃঢ়করণ' প্রকল্পের প্যাকেজের ডব্লিউপি ১'র আওতায় চট্টগ্রাম অংশের পূর্ত কাজ তাহের ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ২৯০ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৭৬৫ টাকায় ক্রয় করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের চার লেনে উন্নীত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (এন-১) (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) এর ৪ বছরের জন্য পারফরম্যান্স বেইজড অপারেশন ও দৃঢ়করণ' প্রকল্পের প্যাকেজের ডব্লিউপি ১'র আওতায় কুমিল্লা অংশের পূর্ত কাজ যৌথভাবে আবদুল মোনেম লিমিটেড ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার লিমিটেডের কাছ থেকে ৫৫৬ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮৮৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের 'ক্রস-বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (বাংলাদেশ)' প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জাপানের অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, জাপানের অরিয়েন্টাল কনসালটেন্টস কোম্পানি লিমিটেড ও পিএডিইসিও কোম্পানি লিমিটেডের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৮ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার ৯৬৮ টাকার অনুমোদন দেয়া হয়।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
politics
» ‘দারিদ্র্যের হার নিয়ে বেসরকারি সংস্থার গবেষণার বাস্তবভিত্তি নেই’---অর্থমন্ত্রী
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
শ্রাবন্তি কে কিস করে করলো বাংলার নায়ক শাকিব খান (ভিডিও)
No comments: