ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীসহ সারাদেশ।
যে কারণে তাপমাত্রা বাড়লেও ঠান্ডার অনুভূতি কমছে না। এ ছাড়া কুয়াশায় সড়ক ও নদীতে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়। দেশের প্রায় সব অঞ্চল মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা আরও তিন দিন থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মাসের শেষ দিকে পশ্চিমা লঘুচাপের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, শীতের এই সময়ে এমন কুয়াশা থাকাই স্বাভাবিক। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে রোদের দেখাও মিলবে। আরও কিছুদিন এ আবহাওয়া অব্যাহত থাকবে।
ঢাকা ও এর আশপাশের অঞ্চলে বেশ কিছুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পর রোববার থেকে বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মূলত কুয়াশার কারণে সূর্যের আলো আসতে পারছে না। তাই তাপমাত্রা বেশি থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। সেইসঙ্গে বাতাস থাকায় অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। সামনের দু-একদিন তাপমাত্রা কিছুটা বেড়ে জানুয়ারির শেষে আবার কমতে পারে। এ সময় আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি।
Tag: English News lid news politics
No comments: