Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন এএসপি ইসরাত




করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন এএসপি ইসরাত

কোভিড-১৯ পরবর্তী জটিলতায় মারা গেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) এর সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এখবর জানানো হয়। তিনি ১১ এপিবিএন উত্তরাতে কর্মরত ছিলেন। ইসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বিবৃতিতে বলা হয়, ৩৪তম বিসিএস ব্যাচের ছিলেন ইসরাত জাহান সরকারি দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন। করোনামুক্ত হয়ে তিনি আবারও কাজে যোগ দেন। কিন্তু তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয় এবং একে একে তার শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে। অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ জানুয়ারি) সকাল থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা যান। বিবৃতিতে বলা হয়, সোমবার বেলা তিনটায় রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে সশস্ত্র সালাম প্রদর্শন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। ইসরাত জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১১ এপিবিএন, উত্তরাতে যোগদানের আগে মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হিসেবে কর্মরত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply