Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যুক্তরাষ্ট্রে আজও ৪ হাজার মৃত্যু




যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগের মাঝেই হু হু করে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও প্রায় ৪ হাজার মার্কিনির প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি। তবে পিছিয়ে সুস্থতা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫১ হাজার ৭২৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯১২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৫১৭ জনে ঠেকেছে। অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন পৌনে দুই লাখ ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৪৩ হাজারে পৌঁছেছে। গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩২ লাখ ৩৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৩৪ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ১৬ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩৬ হাজার ১১৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৬ লাখ ৭৬ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৫ হাজার ৮৩৭ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৪ লাখ ৫ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪২ হাজার ৯৬৩ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ১২ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৯৪৯ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৩ হাজার ৬৪৩ জনের। পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ১৩৬ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ৭৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ২২০ জনের। এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply