Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্ষমা চাইলেন বাইডেন, বিস্কুট খাওয়ালেন স্ত্রী




ক্ষমা চাইলেন বাইডেন, বিস্কুট খাওয়ালেন স্ত্রী জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শপথের কয়েকদিন আগে থেকেই ক্যাপিটল হিলের ভেতর-বাইরে অবস্থান নেন ২৫ হাজার জাতীয় নিরাপত্তা সদস্য। অনেক সদস্য ক্যাপিটল হিলের গাড়ির পার্কিং-এর মেঝেতে ঘুমিয়েছেন, এমন বেশ কিছু ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়টি নজরে আসায় ওইসব জাতীয় নিরাপত্তা রক্ষীদের কাছে ক্ষমা চেয়েছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্প্রতি গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষী মেঝেতে বিশ্রাম নিচ্ছেন। আর ওই ঘটনায় দেশটির রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করে নেন। বিষয়টি এড়িয়ে যায়নি প্রেসিডেন্ট জো বাইডেনের নজরও। স্থানীয় সময় শুক্রবার (২২ জানুয়ারি) তিনি ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ফোন করে ক্ষমা চান এবং এ বিষয়ে কী করা যেতে পারে তাকে জিজ্ঞেস করেন বলেও মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে। এদিকে, ন্যাশনাল গার্ডের যেসব সদস্য শপথ অনুষ্ঠানের আগে পরে বিশেষ নিরাপত্তা দিয়েছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে ভুলেননি নতুন মার্কিন ফার্স্ট লেডি জিলি বাইডেন। তাদের জন্য হোয়াইট হাউজ থেকে বিস্কুট উপহার নিয়ে যান তিনি। জিলি বলেন, 'যারা আমি ও আমার পরিবারকে নিরাপত্তা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।' বিভিন্ন সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে মোতেয়নকৃত ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে কমপক্ষে দুইশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply